হুমকির মুখে সোহরাওয়ার্দী উদ্যান?

By স্টার অন দ্য স্পট
8 May 2021, 16:26 PM
UPDATED 2 July 2021, 18:27 PM

ঢাকা শহরের ফুসফুস সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক। ৪১০ বছরের পুরনো এই উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁসহ বিভিন্ন নির্মাণকাজ শুরু হচ্ছে। শহরের সবুজ প্রাচীর ধীরে ধীরে কংক্রিটের দখলে যাচ্ছে। দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখেছেন সেখানকার বর্তমান অবস্থা; তার অভিজ্ঞতার ভিত্তিতে আজকের ভিডিও স্টার অন দ্য স্পট