রিও ডি জেনিরোতে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত

By স্টার অনলাইন ডেস্ক
6 May 2021, 18:15 PM
UPDATED 7 May 2021, 00:19 AM

ব্রাজিলের রিও ডি জেনিরোতে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। পুলিশ শহরের জাসারেজিনহো এলাকায় মাদক পাচারকারীদের লক্ষ্য করে এ অভিযান চালায়।

আজ রাতে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, কয়েক দশক ধরে মাদক সংক্রান্ত সহিংসতায় আক্রান্ত এই রাজ্যে পুলিশের অভিযানে এটি সর্বাধিক মৃতের সংখ্যা।

পুলিশ প্রধান রোনালদো অলিভিয়েরা বলেন, ‘২০০৭ সালে কমপ্লেক্সোতে পুলিশি অভিযানে ১৯ জনের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে এটিই এখন সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। আজ একজন পুলিশ অফিসার মারা গেছেন, যা আমাদের জন্য বড় ক্ষতি।’

উত্তর রিও এলাকায় ক্রসফায়ারে মেট্রোট্রেনের দুই যাত্রীও আহত হয়েছেন। তবে, দমকল বাহিনী জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর নয়।