করোনায় সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
10 February 2021, 14:00 PM
UPDATED 10 February 2021, 20:02 PM

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিকদার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক সৈয়দ কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ দিন আগে জয়নুল হক সিকদারের করোনা শনাক্ত হয়।

দীর্ঘদিন ধরে তিনি হার্টের জটিলতায় ভুগছিলেন বলেও জানান সৈয়দ কামরুল ইসলাম।