চিত্রনায়িকা শিল্পীর পুরো পরিবার করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2020, 11:15 AM
UPDATED 30 November 2020, 17:17 PM

করোনায় আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী। তিনি শুধু একা নন তার পুরো পরিবার বর্তমানে করোনায় আক্রান্ত।

শিল্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘করোনা পজিটিভ হওয়ায় একটু আতঙ্কে ছিলাম। তবে এখন ভালো আছি। আমরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আমার, আমার স্বামী-সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই।’

চিত্রনায়িকা শিল্পী ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে সিনেমায় আসেন ১৯৯৪ সালে। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন।

সালমান শাহের সঙ্গে ‘প্রিয়জন’ নামের ছবিটিতে নায়িকা হয়ে আলোচিত হয়েছিলেন শিল্পী।

শিল্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে: নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ ও দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।