একদিন আগে আসছে ভক্তদের অনুরোধে

By স্টার অনলাইন রিপোর্ট
17 September 2020, 10:26 AM
UPDATED 17 September 2020, 16:29 PM

বেশ কয়েকমাস আগে আরিফিন শুভ তার ভক্তদের উপহার দিয়েছিলেন ‘মনটা বোঝে না’ শিরোনামের একটি গান। গানটি তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং প্রশংসিত হয়। আজ রাতে সেই চ্যানেলেই প্রকাশিত হতে যাচ্ছে তার পরিচালনায় একটি তথ্যচিত্র।

যেখানে তিনি নিজেই অভিনেতা, নিজেই পরিচালক। তথ্যচিত্রের বিষয়বস্তু ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য নিজের পরিশ্রম ও সংগ্রাম।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মিশন এক্সট্রিম ছবিটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দুই বছর অন্য কোনো ছবি হাতে নেইনি। শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছি দীর্ঘ নয় মাস। ৯৪ থেকে সোজা ৮২ কেজিতে এসেছি। খালি চোখে দর্শক হয়তো ওজন কমানোটাই দেখবেন, কিন্তু এর পেছনের খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পরা, হতাশাগ্রস্ত হওয়া এসব হয়তো কারো চোখেই পড়বে না। সে জন্যই এ তথ্যচিত্রটি তৈরি করেছি।’

এটা আগামীকাল শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, ‘ভক্তদের অনুরোধে আজই প্রকাশিত হচ্ছে তথ্যচিত্রটি।’

আজ রাত ৮টায় আরিফিন শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

‘মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমানসহ আরও অনেকে।