মাসুদ রানা ও কুয়াশা সিরিজ নিয়ে কপিরাইট অফিসের আদেশ হাইকোর্টে স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
10 September 2020, 11:46 AM
UPDATED 10 September 2020, 17:58 PM

সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজের কিছু বইয়ের লেখক স্বত্ব শেখ আবদুল হাকিমকে দেওয়ার ব্যাপারে কপিরাইট অফিসের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

কপিরাইট অফিসের আদেশের বৈধতা নিয়ে সেবা প্রকাশনীর পক্ষে করা এক রিটের শুনানির পর হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। রুলে কপিরাইট অফিসের আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

গত ১৪ জুন ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি ও ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব শেখ আব্দুল হাকিমকে দিয়ে এই বইগুলোর প্রকাশ ও বাণিজ্যিক কার্যক্রম থেকে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনকে  বিরত থাকতে বলেছিল কপিরাইট অফিস। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ আগস্ট হাইকোর্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন।

আরও পড়ুন:

মাসুদ রানা সিরিজ ও প্রতিটি চরিত্র আমার সৃষ্টি: কাজী আনোয়ার হোসেন

মাসুদ রানা সিরিজের অল্প কিছু চরিত্র ছাড়া বাকি সবই আমার সৃষ্টি: শেখ আবদুল হাকিম