নাটকীয়তা শেষে নায়িকা হলেন মাহিয়া মাহি

By স্টার অনলাইন রিপোর্ট
20 August 2020, 09:32 AM
UPDATED 20 August 2020, 15:36 PM

অনেক নাটকীয়তা শেষে সরকারি অনুদানের ‘আশীর্বাদ’ চলচ্চিত্রে নায়িকা হয়েছেন মাহিয়া মাহি। ছবিটির প্রধান নারী সুবর্ণার চরিত্র দেখা যাবে তাকে।
এই সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। চুক্তি হওয়ার একদিনের মাথায় ছবিটির সঙ্গে অপু বিশ্বাস নেই বলে জানা যায়।
গতকাল বুধবার মধ্যরাতে জানা যায় মাহিয়া মাহি এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে তার বিপরীতে থাকছেন রোশান।
২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া ছবি হচ্ছে ‘আশীর্বাদ’। ছবিটির প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক।
নায়িকা মাহিয়া মাহি বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর চরিত্রে আমাকে দেখা যাবে।’
‘মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি ও মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি তৈরি করা হচ্ছে। এর প্রধান চরিত্রে থাকতে পারছি তাই ভালো লাগছে,’ যোগ করেন ‘পোড়ামন’-খ্যাত অভিনেত্রী।
‘আশীর্বাদ’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।