আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই: অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
17 July 2020, 09:46 AM
UPDATED 17 July 2020, 15:50 PM

চিত্রনায়ক, প্রযোজক, ব্যবসায়ী অনন্ত জলিল তার আগামী একটি সিনেমার জন্য হিরো আলমকে চুক্তিবদ্ধ করেছিলেন। সেই কারণে সেই ছবিতে অভিনয়ের জন্য হিরো আলমকে অগ্রিম ৫০ হাজার টাকা পারিশ্রমিকও দিয়েছিলেন। কিন্তু,  গতকাল  বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি  স্ট্যাটাসের মাধ্যমে তাকে বাদ দেওয়ার ঘোষণা দেন অনন্ত জলিল।

এই বিষয়ে আজ শুক্রবার অনন্ত জলিল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘কয়েকদিন আগে জায়েদ খানের সঙ্গে একটা ঝামেলার  মীমাংসা করে দেওয়ার পরও হিরো আলম বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করছেন, যা আমার মোটেও ভালো লাগেনি।’

‘আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা আরও ক্ষুন্ন হোক। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তাই তাকে আমার আগামী সিনেমা থেকে বাদ দিয়েছি।’

এই বিষয়ে অনন্ত জলিল বিস্তারিত লিখেছেন তার ভেরিফেইড ফেসবুকে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না। সেটি তাকে আমি দিয়ে দিলাম। চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর জন্য। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।‘

তিনি আরও লিখেন. ‘দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি। চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না।

চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।’