করোনাকালে জানা গেল ভাবনার আরও পরিচয়

জাহিদ আকবর
জাহিদ আকবর
14 July 2020, 07:53 AM
UPDATED 14 July 2020, 13:56 PM

অভিনেত্রী হিসেবেই আশনা হাবিব ভাবনা বেশি পরিচিত। অভিনয় ছাড়া নাচ করেন নিয়মিত। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস লিখেছেন। এ সবকিছু ছাপিয়ে করোনা সময়ে ছবি এঁকেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে তার ছবি আঁকার বিষয়টি।

এবার নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন এই অভিনেত্রী। ‘তুমি’ শিরোনামের কবিতা আবৃত্তির সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক।

আশনা হাবিব ভাবনা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘সবসময় নিজের ভালো লাগা থেকেই প্রতিটা কাজ করি। ছোটছোট লেখা প্রায়ই ফেসবুকে পোস্ট করা হয়! এটা ঠিক কবিতা কিনা জানি না, তবে সবার প্রশংসা আমাকে অনুপ্রেরণা দেয়।’

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির অভিনেত্রী আরও বলেন, ‘এই কবিতাটা তানভীর ভাইকে দিয়েছিলাম প্রকাশ করার জন্য। পরবর্তীতে তিনি আমাকে কবিতাটি পড়ে দিতে বললেন। সেটি পড়ে দিলাম। তারপর মিউজিকসহ পুরো কাজটি করে দিয়েছেন। সবার ভালো লাগলে আমার ভালো লাগবে।’