করোনাকালে মধ্যবিত্তের টিকে থাকার গল্প

By স্টার অনলাইন রিপোর্ট
13 July 2020, 09:53 AM
UPDATED 13 July 2020, 15:55 PM

করোনাকালে জীবনের অনেক কিছু বদলে গেছে। সবারই জীবনযাপনে এসেছে পরিবর্তন। সবচেয়ে বেশি বিপদে পড়েছে মধ্যবিত্ত। তাদের টিকে থাকার লড়াইয়ের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঁচে থাকার গল্প’।

শ্যামল শিশিরের চিত্রনাট্য ও আলোক হাসানের পরিচালনায় নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নজিয়া হক অর্ষা।

আরও অভিনয় করেছেন এফএস নাঈম, শিশুশিল্পী ঝিলিকসহ অনেকেই।

অর্ষা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘করোনাকালে মধ্যবিত্তের জীবনে ঘটে বাস্তবতার ছবি ফুটে উঠবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর চরিত্রগুলোতে দর্শক নিজেকে খুঁজে পাবেন।’

‘যদি কারো মনে দাগ কেটে যায় ছবিটি সেটাই হবে প্রাপ্তি,’ যোগ করেন তিনি।