‘জুলাইয়ে শুটিংয়ে ফিরছি’

জাহিদ আকবর
জাহিদ আকবর
30 June 2020, 09:29 AM
UPDATED 30 June 2020, 15:35 PM

প্রায় চার মাস আগে ক্যামেরার সামনে শেষ দাঁড়িয়েছিলেন অপূর্ব। সেসময় তিনি শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

তারপর আর কোনো শুটিং করেননি ‘বড় ছেলে’-খ্যাত এই অভিনেতা।

অনেকেই স্বাস্থ্যবিধি মেনে অনেকেই শুটিংয়ে ফিরলেও এখনও শুটিংয়ে অংশ নেননি অপূর্ব। তবে আগামী জুলাইয়ের মাঝামাঝি শুটিংয়ে ফিরবেন বলে আশা করেছেন তিনি।

দ্য ডেইলি স্টার অনলাইনকে অপূর্ব বলেন, ‘এখন পর্যন্ত কাউকেই শুটিংয়ের জন্য শিডিউল দেইনি। সিদ্ধান্ত নেইনি কবে নাগাদ অভিনয়ে ফিরব। সবকিছু আরেকটু স্বাভাবিক হোক। করোনার এ ক্রান্তিকালে ঘরে থাকাটাই নিরাপদ মনে করছি।’

‘তবে জুলাই মাসের মাঝামাঝি শুটিংয়ে ফিরবো বলে আশা করছি,’ যোগ করেন তিনি।