মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

By স্টার অনলাইন ডেস্ক
14 June 2020, 10:21 AM
UPDATED 14 June 2020, 16:31 PM

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) মারা গেছেন। মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানায়, মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

'পবিত্র রিশতা' টেলিভিশন সিরিয়াল থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন সুশান্ত। ২০১৩ সালে 'কাই পো চে' সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩), এমএস ধোনি বায়োপিক (২০১৬),  কেদারনাথ (২০১৮), ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী (২০১৫ ) ও পিকে (২০১৪) এর মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ছিঁছোড়েতে।