‘রাফকাট দেখে ছবিটি দারুণ পছন্দ করেন এ আর রহমান’

By স্টার অনলাইন রিপোর্ট
11 June 2020, 14:18 PM
UPDATED 12 June 2020, 14:17 PM

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’র সঙ্গে যুক্ত হয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সিনেমাটিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও থাকছেন এই গায়ক।

ছবিতে এ আর রহমানকে যুক্ত করার বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে মোস্তফা সরয়ার ফারুকীর বলেন, ‘আমাদের “নো ল্যান্ডস ম্যান” ছবির সংগীত পরিচালনার জন্য যে ধরনের গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাজ দরকার, তার জন্য আমার কাছে এ আর রহমানকেই একমাত্র মানুষ বলে মনে হয়েছে।’

‘ছবিটার শুটিং শেষ হলে এর রাফকাট তাকে দেখাই। এরপর আমাদের মধ্যে ছবিটি নিয়ে প্রচুর আইডিয়া শেয়ার হয়। তিনি ছবিটি দারুণ পছন্দ করেন। তার মতো একজন মানুষকে সংগীত পরিচালক এবং একই সঙ্গে কো-প্রোডিউসার হিসেবে পাওয়া খুবই বড় বিষয়।’

আলোচিত এই সিনেমাটিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান।

এরই মধ্যে নিউইয়র্ক ও সিডনিতে সিনেমাটির ৮০ ভাগের বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’, শ্রীহারি সেঠ ও বাংলাদেশের বঙ্গ। সবশেষ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত হলেন এ আর রহমান।