ভাবনার লেখায় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘একা’, নির্মাতা অনিমেষ আইচ

By স্টার অনলাইন রিপোর্ট
27 May 2020, 10:12 AM
UPDATED 27 May 2020, 16:21 PM

‘একা’ শিরোনামে ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্প লিখলেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। সেই গল্প নিয়ে করোনাকালে ঘরেই মুঠোফোনে চলচ্চিত্র নির্মাণ করেছেন অনিমেষ আইচ।

পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ। শুটিং করেছেন নিজের বাসায়। এতে ভাবনাসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও রুনা খান।

ভাবনা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে আমি ছবি আঁকাআঁকির মধ্যেই ছিলাম। অনিমেষ আইচের অনুপ্রেরণাতেই মূলত গল্পটা লেখা। এটি করোনাকেন্দ্রিক গল্প। মানবিক বিষয়বস্তু নিয়ে লিখেছি। একজন গৃহকর্মীর গল্প।’

আজ ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৯টায় দীপ্ত টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে চলচ্চিত্রটি। পাশাপাশি এটি দেখা যাবে বায়োস্কোপ প্ল্যাটফর্মেও।