মিমের প্রযোজনায় ‘কানেকশন’

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2020, 08:06 AM
UPDATED 22 May 2020, 14:26 PM

করোনা চলা কালেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রযোজনায় তৈরি হয়েছে ‘কানেকশন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এতে মিমের সঙ্গে অভিনয় করেছেন তাহসান খান।

রায়হান রাফীর পরিচালনায় ১৫ মিনিটের ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন যে যার ঘরে থেকে।

মিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘অনেক ছোট বাজেটের একটি কাজ। বলতে পারেন প্রযোজক হিসেবে এই ছোট কাজটির মাধ্যমে আমার অভিষেক হলো। তবে কাজটি করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি। যা আশাও করিনি।’

‘আমার বিশ্বাস আমাদের ঘরে থেকে বানানো কাজটা দর্শকদের ভালো লাগবে,’ যোগ করেন তিনি।

ঈদ উৎসবে মিমের ইউটিউব চ্যানেলে ‘কানেকশন’ মুক্তি পাচ্ছে বলেও জানান তিনি।