১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের আহ্বান বিজিএমইএ সভাপতির

By স্টার অনলাইন রিপোর্ট
4 April 2020, 16:29 PM
UPDATED 6 July 2021, 09:05 AM

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক।

আজ শনিবার এক অডিও বার্তায় তিনি কারখানা মালিকদের প্রতি এই আহ্বান জানান।  

মার্চ মাসের বেতন শ্রমিকরা পাবেনই জানিয়ে তিনি আরও বলেন, এ নিয়ে কোনো রকম অনীহা, অনাগ্রহের অবকাশ নেই।

শ্রমিক উপস্থিতি নিয়ে কারখানা মালিকদের প্রতি বিজিএমইএ সভাপতি আহ্বান জানান, কোনো সঙ্গত কারণে শ্রমিক যদি কারখানায় উপস্থিত থাকতে না পারেন, তাহলে মানবিক বিবেচনায় তার চাকরি হারাবে না।