নতুন করে ১৫ দিনের রিমান্ডে পাপিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
11 March 2020, 14:06 PM
UPDATED 11 March 2020, 20:26 PM

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেতা শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে তিন মামলায় ১৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনসারী বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের দুই মামলায় র‍্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ দিনের রিমান্ডে দেন।  গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দুটি করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় গত ২৩ ফেব্রুয়ারির আরেক মামলায় এই দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস।

তিন মামলায় পাপিয়া ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র‍্যাব তাদের গ্রেপ্তার করে।