রাজধানীর গ্যাং কালচার নিয়ে চলচ্চিত্র

By স্টার অনলাইন রিপোর্ট
17 January 2020, 09:48 AM
UPDATED 17 January 2020, 15:52 PM

সিনেমায় উঠে আসছে ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার। সিনেমাটির নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’।
ছবিটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সৈকত নাসির। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন। তার বিপরীতে রয়েছেন ববি।
সৈকত নাসির দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “আসিফ আকবরের গাওয়া চলচ্চিত্রটির শিরোনাম গানের মাধ্যমে শুটিং শুরু করেছি। দুদিন শুটিংয়ের পর গল্প নিয়ে আবার স্টাডি শুরু করবো। সেজন্য ছবির বাকি কাজ ১ ফেব্রুয়ারি শুরু হবে।”
তিনি জানিয়েছেন, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সম্পূর্ণ মৌলিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। “বাংলা সিনেমার দর্শক এ ধরণের গল্প এবারই প্রথম দেখতে যাচ্ছেন,” বলেও মন্তব্য করেন পরিচালক।