‘আমি উগ্র মানবতাবাদী’

By স্টার অনলাইন রিপোর্ট
5 November 2019, 05:54 AM
UPDATED 5 November 2019, 11:56 AM

স্বনামধন্য চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন বলেছেন তিনি সব সময়ই ইস্যুভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং নিজেকে একজন ‘উগ্র মানবতাবাদী’ মনে করেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অপর্ণা বলেন, “আমি মূলত একজন উগ্র মানবতাবাদী। বিশ্বাস করি ধর্মনিরপেক্ষ আদর্শে। কিন্তু, কখনও কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সমর্থন করিনি। কেননা, আমি ইস্যুভিত্তিক রাজনীতিতে কেবলমাত্র বিশ্বাস করি।”

অপর্ণা আরও বলেন, তিনি ১৯৯১ সালে উদার অর্থনীতিকরণকে তিনি সমর্থন করেছিলেন। আবার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধির সমর্থন করাকেও তিনি সমর্থন করেছিলেন। কিন্তু, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির হত্যার পরে শিখদের উপর প্রতিহিংসা এবং সেই ইস্যুতে রাজীব গান্ধির মন্তব্যকে তিনি সমর্থন করেননি।

“১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পড়েও আমি কেঁপে উঠেছিলাম। আমি বলতে চাইছি- আমি যেকোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঠিক বা ভুল পদক্ষেপ সম্পর্কে আমার মতপ্রকাশ করি যখন তা করা প্রয়োজন মনে করি,” যোগ করেন ‘মেম সাহেব’-খ্যাত অভিনেত্রী।