ববি’র ‘মুক্তি’

By স্টার অনলাইন রিপোর্ট
10 October 2019, 10:40 AM
UPDATED 10 October 2019, 16:43 PM

বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে ববি-রোশান জুটির ছবি ‘মুক্তি’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আগামী নভেম্বরে শুরু হবে ‘মুক্তি’র শুটিং।

২০২০ সালের ৮ মার্চ নারী দিবসে মুক্তি পাবে এই ছবিটি।

ববি-রোশান জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে চলতি বছর। আবারও তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘মুক্তি’ ছবিতে।

ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি ভাগ্যবতী যে এ ধরনের ছবিতে, এ ধরনের একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সমাজের নারীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে পারবো। অ্যাকশন ঘরানার কাহিনি রয়েছে ‘মুক্তি’ ছবির গল্পে। একের পর এক প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ একটি মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প এটি।”

এছাড়াও, আগামী ২১ অক্টোবর ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডে ‘নোলক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ববি।