জসিম নেই, তার নামে আছে ‘ফ্লোর’

By স্টার অনলাইন রিপোর্ট
8 October 2019, 09:41 AM
UPDATED 8 October 2019, 15:43 PM

চিত্রনায়ক জসিমকে হারানোর আজ ২১ বছর। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছিলো এই অভিনেতার। মৃত্যুর পর এফডিসির ২ নম্বর ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়। এই ফ্লোরের দেয়ালে তার নামফলক রয়েছে। এক সময় যেখানে তিনি শুটিং করেছেন সেখানে এখন কেবলই স্মৃতি।

এই প্রয়াত অভিনেতার আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে তার হয় জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট। তিনি লেখাপড়া করেন বিএ পর্যন্ত।

১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন জসিম। ১৯৭৩ সালে শুরু হয় তার অভিনয়জীবন।

দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত-দুশমন’ ছবিতে প্রথম অভিনয় করেন জসিম। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। শাবানা-রোজিনার সঙ্গে জসিমের জুটিই দর্শকপ্রিয়তা অর্জন করেছিলো।

জসিম অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’, ‘হাবিলদার’ ও ‘ভালোবাসার ঘর’।

জসিমের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুচরিতা। পরে তিনি নাসরিনকে বিয়ে করেন।