সিনেমায় সংকটকাল, আশার আলোর অপেক্ষায়

জাহিদ আকবর
জাহিদ আকবর
1 September 2019, 08:14 AM
UPDATED 1 September 2019, 14:20 PM

গেলো কোরবানি ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমাও দর্শকপ্রিয়তা পায়নি। এর মধ্যে রয়েছে জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’। তেমন ব্যবসা করতে পারেনি ছবি দুটি। তারপরও ঈদে মুক্তি পাওয়া ছবি দুটিই এখনো চলছে বিভিন্ন সিনেমা হলে।

এ কথা সবাই জানেন যে, ঢাকাই চলচ্চিত্রে সংকটকাল চলছে। সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। কবে সুসময় আসবে কেউ তা বলতে পারেন না। এরইমধ্যে চলতি সেপ্টেম্বরে একাধিক ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘আমার জন্মভূমি’ নামের একটি চলচ্চিত্র।

এরপর মুক্তির তালিকায় রয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’, অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’, হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ এবং কমল সরকার পরিচালিত ‘পাগলামী’।

ছবিগুলোর মধ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ এবং নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ‘মায়াবতী’ নিয়ে কিছুটা আগ্রহ রয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে। বাকিগুলোর প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

চলচ্চিত্রে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, সেপ্টেম্বরে নতুন ছবিগুলো মুক্তি পেলে চলচ্চিত্র অঙ্গন কিছুটা আশার আলো দেখবে। এখন দেখার বিষয় কতোটা আশার আলো ছড়ায় ছবিগুলো।