‘মায়া’ বিক্রি হয় দৌলতদিয়ায়

By স্টার অনলাইন রিপোর্ট
19 August 2019, 11:08 AM
UPDATED 19 August 2019, 17:13 PM

মায়ের কাছ থেকে চুরির পর ‘মায়া’ নামের এক শিশুকে বিক্রি করে দেওয়া হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে তার বেড়ে ওঠা, সংগীতগুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক এবং ব্যারিস্টার-পুত্রের সঙ্গে প্রেম নিয়ে নির্মিত হয়েছে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।

মায়ার চরিত্রে অভিনয় করেছেন তিশা। এতে আরো অভিনয় করেছেন- ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল ও আগুন।

‘মায়াবতী’-র পরিচালক অরুণ চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি। “প্রেম ও সংগীতনির্ভর ‘মায়াবতী’ দেশে মুক্তি দেওয়ার পর অন্যান্য দেশে তা প্রদর্শনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে,” যোগ করেন পরিচালক।

ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।