শাকিব খান বললেন, ‘আমি তার ফ্যান’

জাহিদ আকবর
জাহিদ আকবর
30 July 2019, 10:53 AM
UPDATED 30 July 2019, 16:57 PM

গতকাল (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে শাকিব খানের নতুন ছবি ‘আগুন’-এর মহরত হয়ে গেলো। ছবিটির মহরতে উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহরতে শাকিব খান তার বক্তব্য বলেন, “আমি তার ফ্যান। তার কথার ফ্যান। তিনি অনেক চমৎকার করে কথা বলেন। যার কথা বলছি উনি ওবায়দুল কাদের স্যার। যেদিনই শুনেছি স্যার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেদিন থেকে আমি এক্সাইটেড।”

“এই রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের সব মানুষের মনে জায়গা করে নিয়েছেন,” বলেও উল্লেখ করেন শাকিব খান।

তিনি আরো বলেন, “অনেকেই বলে থাকেন চলচ্চিত্রের দিন ফুরিয়ে যাচ্ছে। এটা নেই, ওটা নেই শুনি। কিন্তু, গত ঈদে আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি ব্যবসাসফল হওয়ায় এখন সবাই ভালো সিনেমা তৈরিতে সাহস পেয়েছেন। সামনে এমন সময় আসবে যখন আমরা দেশে বসে ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিয়মিত তৈরি করবো।”

‘আগুন’ চলচ্চিত্রের নবাগতা নায়িকা জাহারা মিতু বলেন, “টেলিভিশনে খেলাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছিলাম। সেখান থেকে সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে খুব। সিনেমায় কাজের সুযোগ পেয়ে অনেক খুশি।”

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন ‘আগুন’ ছবির কলাকুশলীরা।

বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, মিশা প্রমুখ।