একজন মা ও ছেলের গল্প সিনেমায়

By স্টার অনলাইন রিপোর্ট
26 July 2019, 05:13 AM
UPDATED 26 July 2019, 11:25 AM

নতুন একটি চলচ্চিত্র আজ (২৬ জুলাই) মুক্তি পেয়েছে। এটি নির্মলেন্দু গুণের শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালো মেঘের ভেলা’।

মৃত্তিকা গুণ পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মা ও ছেলে।

‘কালো মেঘের ভেলা’-য় মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন আপন।

সিনেমার গল্পে দেখা যাবে- ঢাকার রেলস্টেশনের এক পথশিশুর সংগ্রামী জীবন। তবে তার মধ্যেও রয়েছে শৈশব-কৈশোরে থাকা প্রতিটি শিশুর মতো কল্পনার প্রবণতা। এরকম কল্পনা থেকেই একদিন হঠাৎ সে ট্রেনে উঠে নিরুদ্দেশের পথে যাত্রা করে। হাজির হয় এক গ্রামে। সেখানে কাজের সন্ধান করে। যথারীতি নানা বাধা, প্রতিবন্ধকতার সম্মুখীন হয় সে।