সিয়ামকে একটুখানি ছুঁয়ে দিতে

জাহিদ আকবর
জাহিদ আকবর
18 July 2019, 11:06 AM
UPDATED 18 July 2019, 17:09 PM

প্রিয় তারকাকে একটুখানি দেখতে, একটু ছুঁয়ে দিতে ভক্তদের অনেক পাগলামি থাকে। প্রিয় তারকা সিয়ামকে একটুখানি দেখার জন্য অনেক ভিড় জমান তার ভক্তরা। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং করতে সিয়াম এখন নরসিংদীর শিবপুরে রয়েছেন। তাকে সেখানে এক নজর দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ।

ভক্তদের সেই উন্মাদনার একটি ভিডিওচিত্র নিজের ফেসবুকে পেজে শেয়ার করেছেন সিয়াম। সেখানে দেখা যায়, শুটিংরুম থেকে বের হয়ে আসছেন অভিনেতা। তাকে একটুখানি দেখার জন্য বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থী ও গ্রামবাসী। তাদের সঙ্গে সিয়াম কথা বলছেন, করমর্দন করছেন, অটোগ্রাফ দিচ্ছেন।

সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিতে এসেছি খুব বেশি দিন হয়নি। মানুষের এতো এতো ভালোবাসায় আমি মুগ্ধ। আমাকে দেখতে আসা মানুষদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম।”

“সময়টা মনের মধ্যে গেঁথে থাকবে অনেকদিন,” যোগ করেন ‘পোড়ামন ২’ অভিনেতা সিয়াম।