শাকিব খানের সঙ্গে সিনেমায় নতুন হিট জুটি

জাহিদ আকবর
জাহিদ আকবর
1 July 2019, 05:10 AM
UPDATED 1 July 2019, 11:14 AM

এক এক করে আটটি ছবি মুক্তি পেয়েছে বুবলির। সবগুলো ছবিতেই তার বিপরীতে রয়েছেন শাকিব খান। ছবিগুলো হলো- ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ এবং সবশেষ ‘পাসওয়ার্ড’।

আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ছবি। শুটিং শুরু হওয়ার অপেক্ষায় কাজী হায়াৎ পরিচালিত ৫০তম সিনেমা ’বীর’। এই দুটো ছবিতেও তার বিপরীতে রয়েছেন শাকিব খান। প্রতিটি ছবিতে ভিন্নভিন্ন চরিত্র ও লুকে দেখা গেছে তাকে। বাংলা সিনেমার নতুন হিট জুটির তালিকায় চলে এসেছে শাকিব খান-বুবলি।

বুবলি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এতো কম সময়ে দর্শকদের এতো ভালোবাসা পাবো ভাবতে পারিনি। শাকিব খানের সঙ্গে আমার অভিনীত প্রতিটি ছবি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। রোমান্টিক, অ্যাকশন সব ধরনের ছবি দর্শকরা দেখছেন “

“সিনেমায় নতুন জুটি কী না জানি না, তবে আমাদের সব ছবি ব্যবসাসফল হয়েছে,” উল্লেখ করে ‘বসগিরি’-অভিনেত্রী বলেন, “আমাদের একসঙ্গে অভিনয় করা ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”