সিনেমার শুটিংয়ে সিয়াম আহত

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2019, 10:54 AM
UPDATED 27 June 2019, 16:57 PM

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। গতকাল (২৬ জুন) দুপুরে সাভার এলাকায় শুটিং চলছিলো ‘শান’ ছবির অ্যাকশন দৃশ্যের। সেখানে ডান কাঁধে ভীষণ চোট পেয়েছেন ‘দহন’-খ্যাত এই নায়ক। যদিও প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ফের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গতকাল দুপুরের দিকে ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিলো। তখনই আঘাত পাই। কিন্তু কাউকে বলিনি। প্রথমে মনে হয়েছে, যে ব্যথা পেয়েছি তাতে করে শুটিং শেষ করতে পারবো। এর মধ্যে কাল ছিলো গাজীপুর অংশের শেষদিনের শুটিং। ওভাবেই কাজ এগিয়ে চলছিলো।”

তিনি আরো বলেন, যদি তখন বলতাম আঘাত পেয়েছি, তাহলে দেখা যেতো সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। কিন্তু, গতরাতে যখন দেখি ডান হাত নাড়াতে পারছি না তখন বুঝেছি যে অনেক ব্যথা পেয়েছি। তখন ফিজিওথেরাপিস্ট এসে বেশ কড়া কথা শুনিয়েছেন আমাকে।”

অ্যাকশন ঘরানার থ্রিলার ছবি ‘শান’ ছবিতে সিয়ামকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম।

ছবিটিতে আরও অভিনয় করছেন পূজা চেরি, অরুণা বিশ্বাস, চম্পা, তাসকিন, ডন প্রমুখ।