এই পরিচয়টা নতুন সোহানা সাবার

By স্টার অনলাইন রিপোর্ট
23 May 2019, 10:16 AM
UPDATED 23 May 2019, 16:22 PM

‘আব্বাস’ ছবির একটি গানের চিত্রায়নে নিজে অংশ নেওয়ার পাশাপাশি নিজ কণ্ঠে গানটি গেয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। গানটিতে তার সহশিল্পী ইমরান।

‘আমার কি কেউ আছে, থাকবে আশেপাশে’- এমন কথায় গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর করেছেন আহমেদ হুমায়ূন।

সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবিতে সোহানা সাবার বিপরীতে রয়েছেন নিরব।

সোহানা সাবা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটির রেকর্ডিং থেকে শুরু করে ছবিটির শুটিং পর্যন্ত খুব এক্সাইটেড ছিলাম। নিজে গান গেয়ে সেই গানে ঠোঁট মেলানোর এক্সাইটমেন্ট অন্য ধরনের।”

স্কুলে পড়ার সময় সাবা ছায়ানটে ভর্তি হয়েছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, “সেখানে বছর দুয়েক গান শিখেছিলাম। তারপর চর্চাটা আর করা হয়নি। তবে গান গাওয়ার ইচ্ছাটা মনের মধ্যে ছিলোই।”