৮ মিনিটের নাচে মাহিয়া মাহি

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2019, 08:42 AM
UPDATED 21 May 2019, 14:50 PM

‘ম্যাজিক মামনি’, ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’ এবং ‘টুপটাপ’- তিনটি গানের সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেত্রী মাহিয়া মাহিকে।

বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলা অনুষ্ঠানে সেই নাচে দেখা যাবে তাকে।

ঈগলস ডান্স দলের আরও ২০ জন থাকবেন মাহিয়া মাহির সঙ্গে। আট মিনিটের এই গানের কোরিওগ্রাফি করছেন তানজিল আলম।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছোটবেলায় ঈদে আনন্দমেলা অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। আমার অনেক পছন্দের অনুষ্ঠান ছিলো এটি। আর এখন নিজে সেই আনন্দমেলা অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সত্যিই অনেক ভালো লাগা ছড়িয়ে রয়েছে আমার মধ্যে।”

আনন্দমেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহাফুজা রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার সংবাদের পর।