নিউ লুকে অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
20 May 2019, 08:23 AM
UPDATED 20 May 2019, 14:25 PM

অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে সিনেমায় তার বেশ কয়েকটি লুক প্রকাশিত হয়েছে।

আজ (২০ মে) নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘নিউ লুক ফর দিন দ্য ডে’।

ইরানের বিভিন্ন স্থানের পাশাপাশি ঢাকার হাতিরঝিল ও তিনশ ফিট এলাকায় ছবিটির শুটিং করেছেন অনন্ত জলিল। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বর্ষা। ছবিতে তার চরিত্রের নাম আজিন।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিতে আরও অভিনয় করছেন নবাগত সুমন ফারুক। এছাড়াও, ইরান এবং লেবাননের বেশ কয়েকজন অভিনেতাকে দেখা যাবে এই ছবিতে।

ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

গত বছরের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য চুক্তি করা হয়।