খোঁজ মিললো সারিকার

By স্টার অনলাইন রিপোর্ট
19 May 2019, 08:26 AM
UPDATED 19 May 2019, 14:29 PM

অনেকদিন পর খোঁজ মিললো মডেল-অভিনেত্রী সারিকার। অনেকদিন তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। লম্বা বিরতি শেষে সম্প্রতি একটি টেলিছবিতে অভিনয় করলেন তিনি।

‘চুল তার কবেকার’ শিরোনামের টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। এখানে সারিকার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু প্রমুখ।

সারিকা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক দিন পর আবারও ছোটপর্দায় অভিনয় করে ভালো লাগছে। জীবনানন্দ দাশের কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি।”

এতোদিন নিজেকে একটু সময় দিচ্ছিলেন বলে নতুন কোন নাটকে করেননি বলেও জানান তিনি।

তার আশা, ‘চুল তার কবেকার’ টেলিছবিটি সবার ভালো লাগবে।

চ্যানেল আইতে ঈদ আয়োজনে প্রচারিত হবে সারিকা অভিনীত টেলিছবিটি।