আবারো লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

By স্টার অনলাইন রিপোর্ট
6 May 2019, 07:23 AM
UPDATED 6 May 2019, 13:29 PM

অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা ভালো না। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় গত ৩ মে সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।
কিন্তু আজ (৬ মে) সকাল ১০টায় আবার লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন অভিনেতার ছোটভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম।
তিনি আরও বলেন, “এটিএম ভাইয়ের শরীর আবার খারাপ করেছে। বেশকিছু ঝামেলা দেখা দিয়েছে। সেজন্য চিকিৎসক আবার তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সবাই দোয়া করবেন উনার জন্য।”
এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।