বাস্তবতায় ঠাসা জীবনের গল্প ‘আলফা’

By স্টার অনলাইন রিপোর্ট
26 April 2019, 06:00 AM
UPDATED 26 April 2019, 12:03 PM

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় সিনেমা ‘আলফা’ মুক্তি পাচ্ছে আজ ২৬ এপ্রিল। এর আগে ‘একাত্তরের যীশু’ এবং ‘গেরিলা’ নির্মাণ করে চলচ্চিত্র অঙ্গনে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি।

ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আজ মোট চারটি প্রেক্ষাগৃহে ‘আলফা’ মুক্তি পাবে। প্রেক্ষাগৃহগুলো হলো ঢাকার বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী এবং চট্টগ্রামের মিনিপ্লেক্স।

‘আলফা’ ছবির দৃশ্যে দেখা যাবে- কখনো কঠিন, আবার কখনো খারাপ বাস্তবতায় ঠাসা জীবন। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে যেতে দেখা যাবে ‘আলফা’র গল্পে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন, মুস্তাফিজ নুর ইমরান এবং এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।