‘হারকিউলিস’ শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
10 April 2019, 10:27 AM
UPDATED 10 April 2019, 16:31 PM

এবার ‘হারকিউলিস’ রূপে দেখা যাবে শাকিব খানকে। এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা যাবে এমনভাবে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আদনান আল রাজীব।

এই বিজ্ঞাপনচিত্রে মাধ্যমে একটি সামাজিক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আদনানের সঙ্গে আগেও একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেই কাজটি বেশ প্রশংসিত হয়েছে মানুষের কাছে। তার চিন্তা ভাবনা বেশ চমৎকার। একেবারে অন্যরকমভাবে আমাকে খুঁজে পাওয়া যাবে। বাকিটা টেলিভিশন পর্দায় দেখবেন দর্শকরা।”

বর্তমানে শাকিব খান এখন ঈদের সিনেমা ‘পাসওয়ার্ড’-সিনেমার এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।  ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বুবলি।