কলকাতায় ফারিয়ায় ‘বিবাহ অভিযান’

By স্টার অনলাইন রিপোর্ট
18 March 2019, 08:25 AM
UPDATED 18 March 2019, 14:28 PM

নুসরাত ফারিয়া কলকাতার ‘বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বিরসা দাশগুপ্ত।
ছবিটিতে নুসরাতের বিপরীতে থাকছেন অঙ্কুশ। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া।
জানা যায়- ‘বিবাহ অভিযান’ ছবিটিতে অঙ্কুশের সঙ্গে নায়িকা হিসেবে থাকার কথা ছিলো মিমি চক্রবর্তীর। কিন্তু, বর্তমানে তিনি সেখানে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।
২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’-র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর গত দুই বছরে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।
এদিকে, শাকিব খানের সঙ্গে নুসরাতের ‘শাহেনশাহ’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।