ববির নতুন মিশন

By স্টার অনলাইন রিপোর্ট
10 March 2019, 12:03 PM
UPDATED 10 March 2019, 18:05 PM

চিত্রনায়িকা ববি এরইমধ্যে বেশকিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। বর্তমানে ‘রক্তমুখী নীলা’ নামে নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দীপ মুখার্জি।

অ্যাকশন-রোমান্টিক গল্পের ‘রক্তমুখী নীলা’ ছবিটার বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। গত বছর ঢাকার পর অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পড়েছিলো। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন ববি।

ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্তমানে নতুন ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিগ বাজেটের ছবি এটি। এছাড়াও, ‘নোলক’ ছবির ফার্স্ট লুক দর্শকরা বেশ পছন্দ করেছেন। ছবিতে নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে দেখতে পাবেন।”

এ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করছেন বলেও জানান তিনি।