‘যদি একদিন’ নারী দিবসে

জাহিদ আকবর
জাহিদ আকবর
8 March 2019, 04:12 AM
UPDATED 10 March 2019, 16:04 PM

৮ মার্চ নারী দিবসে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘যদি একদিন’। ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন তাহসান খান এবং তাসকিন। তাদের দুজনের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

‘যদি একদিন’ ছবিটি ২০টির বেশি হলে প্রদর্শিত হবে।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটিতে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার ও শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর একটি পরিবার গড়ে ওঠে একজন নারীকে কেন্দ্র করে। এ জন্যই বিশ্ব নারী দিবসে মুক্তি দিলাম ছবিটি।”

এর আগে পরিচালকের ‘প্রজাপতি’, ‘তারকাটা’ এবং ‘সম্রাট’ নামের ছবিগুলো মুক্তি পেয়েছে।