বাড়ির দর্শকদের জন্য ‘দেবী’

By স্টার অনলাইন রিপোর্ট
13 February 2019, 10:15 AM
UPDATED 13 February 2019, 16:18 PM

আজ পহেলা ফাল্গুন। এই বিশেষ দিনটির রাত সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে গত বছরের ব্যবসাসফল সিনেমা ‘দেবী’। তাই ছোট-পর্দার দর্শকরা ছবিটি কোনোভাবে না দেখে থাকলে চিন্তার কোনো কারণ নেই।

এছাড়াও, ভালোবাসা দিবসে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মাছরাঙার পর্দাতেই আবারও প্রচারিত হবে ছবিটি। চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের অভিনয় করেছেন ছবিটিতে।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত চরিত্র মিসির আলি’কে নিয়ে প্রথম উপন্যাস ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমাটি মুক্তির দিন থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে সমান তালে চলেছে।

ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, “বহুল চর্চিত ‘দেবী’-র স্রষ্টা প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারকে দেখেছি ফাল্গুন কিংবা বসন্তে কোনো না কোনো আয়োজনের সাথে যুক্ত থাকতেন। তার বিখ্যাত চরিত্র হিমুদের নিয়ে অনুষ্ঠান করতেন। এই বিশেষ দিনটি আমরা মিস করতে চাইনি।”

“এছাড়াও, বাড়ির অনেক দর্শকই আছেন যারা প্রেক্ষাগৃহে আসার সময় পাননি কিংবা সুযোগ করে উঠতে পারেননি। সব শ্রেণীর দর্শকের জন্য আমরা ‘দেবী’ নির্মাণ করেছি। আশা করছি, বড় পর্দার মতো ছোট পর্দার দর্শকরাও ‘দেবী’ উপভোগ করবেন।”