বায়ান্ন আসছে ৫২ হলে

By স্টার অনলাইন রিপোর্ট
12 February 2019, 10:11 AM
UPDATED 12 February 2019, 16:26 PM

ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে পরিচালক তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ভাষা আন্দোলনের সালটির সঙ্গে সামঞ্জস্য রেখে হল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষদের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৫২ হলে মুক্তি পেলেও পরবর্তী সময়ে সংখ্যাটি বাড়তে পারে।

তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটিতে ৫২-এর ঘটনাবলী থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।”

ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং নুসরাত ইমরোজ তিশা। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।

ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।