ই-সিগারেট বিস্ফোরণে মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2019, 14:38 PM
UPDATED 6 February 2019, 20:51 PM

ঠোটে থাকা ই-সিগারেট অর্থাৎ ইলেক্ট্রনিক সিগারেটের বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের ময়না তদন্ত করে চিকিৎসকরা এই সিদ্ধান্তেই পৌঁছেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে দুজন ব্যক্তি ই-সিগারেট বিস্ফোরণে প্রাণ হারালেন।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, উইলিয়াম ব্রাউন ই-সিগারেটটি ব্যবহারের জন্য ঠোটে নেওয়া মাত্রই এর ভেতরে থাকা ব্যাটারিটি বিস্ফোরিত হয়। ঘটনার সময় গাড়িতে বসে ছিলেন তিনি। বিস্ফোরণের জোর এতটাই ছিল যে গাড়ির ভেতরের ধাতব অংশগুলো টুকরো টুকরো হয়ে তার মুখে, মাথার খুলিতে ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুত্বপূর্ণ একটি ধমনী কেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

ঘটনার দুদিন পর হাসপাতালে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ই-সিগারেটের বিস্ফোরণে যুক্তরাষ্ট্রে অন্তত কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এই সিগারেটে থাকা ব্যাটারি বিগড়ে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ডাক্তাররা জানান, ব্যাটারি বিস্ফোরণে ই-সিগারেটের একটি অংশ উইলিয়াম ব্রাউনের মাথার খুলিতে গিয়ে লেগেছিল। আর এতেই সেখানে থাকা ‘করোটিড আর্টারি’ নামের একটি ধমনী কেটে যায়। ফলাফল হিসেবে ২৯ জানুয়ারি তার মৃত্যু হয়।