অনন্ত-বর্ষা’র ‘রাতাড্ডা’

By স্টার অনলাইন রিপোর্ট
21 January 2019, 11:41 AM
UPDATED 21 January 2019, 17:52 PM

দীর্ঘদিন পর আজ (২১ জানুয়ারি) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত একটি রেডিও লাইভ অনুষ্ঠানে থাকছেন অনন্ত-বর্ষা জুটি।

‘রাতাড্ডা উইথ তানভীর’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে জাগো এফএম ৯৪.৪ এ।

তানভীর তারেক এর উপস্থাপনায় সমসাময়িক বিষয় ও নতুন চলচ্চিত্রসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলবেন এই তারকা জুটি।

অনুষ্ঠানটি একই সঙ্গে জাগো এফএম পেজ ও তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হবে।

তানভীর তারেক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনন্ত-বর্ষা জুটির সাথে সম্পর্কটা দীর্ঘদিনের। এই দীর্ঘ সময়ে আমার বিভিন্ন অনুষ্ঠানে এই জুটি হাজির হয়েছেন। তবে আমার উপস্থাপনায় কোনো রেডিও লাইভে প্রথমবার অংশ নিচ্ছেন তারা।”

দুই ঘণ্টা দীর্ঘ এই আলাপে অনেক কিছুই রয়েছে উল্লেখ করে তানভীরের আশা দর্শকদের ভালো লাগবে পুরো অনুষ্ঠানটি।