সিনেমা দেখার কোনো হল নেই জামালপুর সদরে!

জাহিদ আকবর
জাহিদ আকবর
11 December 2018, 10:21 AM
UPDATED 11 December 2018, 16:28 PM

আর কোন সিনেমা হল থাকলো না জামালপুর জেলা সদরে। বিভিন্ন সংকটে একে একে বন্ধ হয়ে গেছে সেগুলো।

‘কথাকলি’, ‘নিরালা’, ‘সুরভী’ এবং ‘মনোয়ারা’- এই চারটি সিনেমা হল ছিলো সেখানে। এরমধ্যে ‘কথাকলি’ হলটি আগুনে পোড়ার পর বন্ধ হয়ে গেছে অনেক বছর আগেই।

২০১১ সালে বন্ধ হয়ে যায় ‘নিরালা’ সিনেমা হল। ‘সুরভী’ সিনেমা হল বন্ধ হয় ২০১৩ সালে। এরপর, জামালপুর জেলা সদরে ছিলো একটি মাত্র সিনেমা হল ‘মনোয়ার’। সেটিও গত ২ ডিসেম্বর বন্ধ হয়ে গেছে।

‘মনোয়ার’ হলে ছবির বুকিংয়ের দায়িত্বে ছিলেন বুকিং এজেন্ট মো. শাহজাহান। তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ব্যবসা মন্দা ও হলের মালিক দুজন। তাদের মধ্যে কোন্দলের কারণে বন্ধ হয়েছে গেলো হলটি।”

“এখন আমাদের জামালপুর জেলা সদরে আর কোনো সিনেমা হল থাকলো না,” যোগ করেন শাহজাহান।

সর্বশেষ, ‘মনোয়ারা’ হলে প্রদর্শন করা হয়েছিলো আমদানি করা চলচ্চিত্র ‘ভিলেন’।