‘দেবী’-র আন্তর্জাতিক মুক্তি

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2018, 04:42 AM
UPDATED 16 November 2018, 10:45 AM

বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় ‘দেবী’ আজ (১৬ নভেম্বর) বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে। কানাডার টরন্টো ও মিসিসাউগা শহরে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২টি শো নিয়ে যাত্রা শুরু করছে জয়া আহসান অভিনীত এই চলচ্চিত্রটি।

এছাড়াও, কানাডার আরও চারটি শহর উইনিপেগ, এডমন্টন, ক্যালগেরি এবং সারে শহরের সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনে ‘দেবী’ মুক্তি পাবে ৩০ নভেম্বর। এই চারটি শহরের পাশাপাশি অটোয়া ও সাস্কাটুন-এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও একই দিন থেকে দেখা যেতে পারে ‘দেবী’।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজিব এই তথ্য নিশ্চিত করেছেন।

‘দেবী’ সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন, “হলিউড এবং বলিউডের ছবির মতোই ‘দেবী’ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়।” তিনি প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের দলে দলে ‘দেবী’ দেখার আমন্ত্রণ জানান।

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, “কেউ কেউ শুভ মুক্তি আর একটি, দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন। এটি ঠিক নয়। স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমা মুক্তি দিয়ে আসছে। ‘দেবী’ আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা।”