জন্মদিনেই ‘লাবণ্য’ হয়ে উঠলেন পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
27 October 2018, 08:07 AM
UPDATED 27 October 2018, 14:13 PM

নিজের জন্মদিনে নতুন ঘোষণা দিলেন পরীমণি। সম্প্রতি, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জন্মদিনের জমকালো আয়োজন করা হয়েছিল। চমৎকার সেই আয়োজনে জানা যায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের লাবণ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।

হিমেল আশরাফের পরিচালনায় ‘শেষের কবিতা’ ওয়েবসিরিজে লাবণ্য চরিত্রে দেখা যাবে ‘আরো ভালোবাসবো তোমায়’ অভিনেত্রীকে। তবে অমিতের চরিত্রে কে অভিনয় করবেন তা জানানো হয়নি এখনো।

ওয়েবসিরিজটির জন্যে গান গাইবেন কলকাতার অনুপম রায়। এটি প্রযোজনা করবে আড্ডা টাইমস।

পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বরাবরই আমার অনেক প্রিয়। আমার বাসায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব বই রয়েছে। ‘শেষের কবিতা’ উপন্যাসের লাবণ্য আমার অন্যতম প্রিয় চরিত্র। অনেকদিন অপেক্ষা করেছিলাম চরিত্রটার জন্য। সেই স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। এখন দেখার বিষয় তা কতোটা ফুটিয়ে তুলতে পারি।”

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছিল পরীমণি অভিনীত সর্বশেষ ‘সিনেমা। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।