যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

By স্টার অনলাইন ডেস্ক
14 November 2022, 12:54 PM

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ সোমবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গার্ডিয়ানের জানিয়েছে, পুলিশ সন্দেহভাজনকে খুঁজছে, তবে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে জিম রায়ান বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয় এবং ২ জন আহত হয়েছেন। আহতদের আমরা চিকিৎসা সেবা দিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্যাম্পাসে হামলা নিয়ে অবহিত করে একটি সতর্কতা জারি করেছে। এই হামলার পর শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।

ইউভিএ পুলিশ বিভাগ অনলাইনে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে বলেছে, রাজ্য পুলিশসহ একাধিক পুলিশ সংস্থা এক সন্দেহভাজনকে খুঁজছে।

রায়ানের বিবৃতিতে বলা হয়েছে, এটি প্রত্যেকের জন্য বেদনাদায়ক ঘটনা এবং সোমবারের ক্লাস বাতিল করা হয়েছে।