বাখমুতের ‘প্রশাসন’ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ভাগনার গ্রুপের

By স্টার অনলাইন ডেস্ক
3 April 2023, 08:22 AM
UPDATED 3 April 2023, 15:13 PM

রাশিয়ার ভাড়াটে সেনাদের বাহিনী ভাগনার গ্রুপ ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত শহরের 'প্রশাসন' নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।

আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দাবি করেছে যে ইউক্রেনীয় বাহিনী এখনো শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সেখানে 'তুমুল' লড়াই চলছে।

আজ ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তার সেনারা বাখমুত শহরের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উড়িয়েছেন।

গ্রুপের প্রেস সার্ভিসের টেলিগ্রাম অ্যাকাউন্টে অডিও বার্তায় প্রিগোঝিন বলেন, 'প্রশাসনিক দিক থেকে বাখমুত এখন আমাদের নিয়ন্ত্রণে। শত্রুরা শহরের পশ্চিমে সরে গেছে।'

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রুশ ভাড়াটে সেনাদের হাতে বাখমুত পতনের কোনো ইঙ্গিত দেননি। এক বছর আগে রুশ আগ্রাসনের আগে এই শহরে অধিবাসী ছিল ৭০ হাজার।

এর আগেও ভাগনার প্রধান প্রিগোঝিন এই শহর দখলের দাবি করেছিলেন।

প্রিগোঝিনের বার্তা প্রকাশের পর ইউক্রেনীয় সেনা কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, শক্র সেনারা শহর দখলের চেষ্টা করছে। কিন্তু, কিয়েভের সেনারা তা প্রতিহত করেছে।

গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শহর প্রতিরক্ষায় ইউক্রেনীয় সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন।

তবে, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।