‘ঝাপোরিঝঝিয়ায় আগের চেয়ে শক্ত অবস্থানে রুশ বাহিনী’

By  স্টার অনলাইন ডেস্ক
6 March 2023, 14:16 PM
UPDATED 6 March 2023, 20:28 PM

ইউক্রেনের ঝাপোরিঝঝিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েভজেনি বালিতস্কি বলেছেন, এ অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী গত কয়েক মাসে অবস্থার উন্নতি ঘটিয়েছে এবং আগের চেয়ে শক্ত অবস্থানে পৌঁছেছে। বিশেষ করে জনবল ও সরঞ্জামের ক্ষেত্রে উন্নতি করেছে তারা।

আজ সোমবার তিনি এ কথা বলেছেন বলে রুশ সংবাদসংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে।

এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েভজেনি বালিতস্কি বলেন, 'রেজিমেন্টগুলো জনবল ও উপকরণে সম্পূর্ণভাবে সজ্জিত। বর্তমান পরিস্থিতি কয়েক মাস আগের তুলনায় অনেক ভালো।'

উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোগভ গত ফেব্রুয়ারির শুরুতে জানিয়েছিলেন, ঝাপোরিঝঝিয়ার দিকে রাশিয়ার বিশেষ বাহিনী অত্যাধুনিক হেলিকপ্টার এমআই-৮এএমটিএসএইচ পেয়েছে।