মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

By স্টার অনলাইন ডেস্ক
8 September 2022, 17:45 PM
UPDATED 9 September 2022, 00:35 AM

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। 

বাকিংহাম প্যালেসের বিবৃতির বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে তিনি মারা গেছেন। 

তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস।

রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে।

পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।