গাজায় ইসরায়েলের হামলায় চিকিৎসক বাবা ও ছেলে নিহত

By স্টার অনলাইন ডেস্ক
12 May 2024, 04:47 AM
UPDATED 12 May 2024, 11:06 AM

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমানহামলায় দুই ডাক্তার নিহত হয়েছেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি ও আল জাজিরা।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শিশু চিকিৎসক ও সার্জন মুহাম্মাদ নিমর কাজাত (৭২) ও তার ছেলে দন্তচিকিৎসক ইউসেফ (৩৩) সহ আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচতে গাজা শহর থেকে পালিয়ে দেইর আল বালাহ এসেছিলেন পিতা-পুত্র। 

ফিলিস্তিনি অর্থোপেডিক সার্জন ড. ফাদেল নাঈম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, 'কাজাত ছিলেন গাজা উপত্যকায় শিশুদের সার্জারির অন্যতম প্রতিষ্ঠাতা।'

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, 'গাজা উপত্যকার দেইর আল বালাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত হন ড. মুহাম্মাদ নিমর কাজাত ও তার ছেলে ড. ইউসেফ। তাদের মরদেহ উদ্ধার করে আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।'